শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না এটা আপনি করতে পারবেন না।

আপনি যেখানেই ভর্তি হন না কেন

সেখানেই আপনার h.s.c & s.s.c 

এর মূল মার্কিশীট লাগবে ভর্তি হতে

আর একটা প্রতিষ্ঠান এ ভর্তি হলে

২ পরীক্ষার মার্কশীট জমা নিয়ে নেয়

যত দিন না কোর্স শেষ হয় তত দিন

মূল মার্কশীট ২ টা তাদের কাছে থাকে

যে কারণে অন্য কোন স্থাকে ভর্তি বা

পড়া সম্ভব হয় না।


আপনি কোন ভাবেই ডাবি ও নার্সিং  এক সাথে পড়তে পারবেন না।

নার্সিং এর ২০১৮ এর নিয়মনীতি নিশ্চয় আপনি দেখেছেন কত টা কঠিন করেছে।

নার্সিং এ ২০১৮ তে পরীক্ষার্থে উর্ত্তীন্ন প্রার্থী এর ডেটা  অনলাইন এ সার্চ করা হবে। যদি কোন কলেজে ভর্তির তথ্য পাওয়া যায় তাহলে প্রার্থী  কে বাতিল করা হবে।



আমি ২০১৮ এর নার্সিং পরীক্ষার্থী। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ