ছোটবেলা থেকেই সব সময় আমার চোখে পানি থাকে এখোন আমার বয়স ২০ বছর এখন ও আমার চোখ থেকে পানি ঝরে এ সমস্যা থেকে বাঁচার  উপায় কি?ভবিৎষতে আমার চোখে কি সমস্যা হতে পারে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বেশীর ভাগ ক্ষেত্রে পানি পড়া বন্ধ হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রোবিং সার্জারীর মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হয়। তরুণ বয়সে নেত্রনালীর সমস্যার কারণে চোখ হতে পানি পড়লে নিয়মিত ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক, কোন কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক / স্টেরইড এর মিশ্রন ব্যবহার করলে এ সমস্যা অনেকাংশে লাঘব হয়। নেত্রনালী সমস্যা ব্যতিত অন্য কারণে পানি পড়লে সে কারণ চিহ্নিত করে ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা করাতে হবে। এবং চিকিৎসা আরম্ভ হলে কতটুক ক্ষতি হওয়ার আশংকা আছে ডাক্তারগণই আপনাকে জানাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ