আমার নামে ১০শতক জমি কিনেছি আমার ফুফুর কাজ থেকে। ১১/ ৮/২০১৮ তারিখে রেজিস্ট্রি ও সম্পাদিত হয়েছে। পরে আবার ২৯/৮/২০১৮ ইং, তারিখে একি জমি ফুফু তার ভাইকে হেবা রেজিস্ট্রি দিয়েছে। ওরা সম্পাদন তারিখ আমার দুই দিন আগে দিয়ে ২৯/৮/২০১৮তারিখে রেজিস্ট্রি করিয়েছে। ১০শতকের মধ্যে ৫শতক আমার দখলে আছে। এখানে দলিল কোনটা গ্রহন যোগ্য?  দয়া করে তারাতারি জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একই জমি একের অধিক রেজেষ্টির  ক্ষেত্রে  গ্রহণযোগ্য  হল : যে জমির রেজেষ্টি তারিখ আগে হবে।  যদি একই তারিখে দুই জনকে রেজেষ্টি করে সে ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে যার দলিল নম্বার আগে হবে।  এটাই আইন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ