আপনি যেহেতু মানবিক বিভাগে পড়েন,এর জন্য আপনাকে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বেশি করে পড়তে হবে।কারণ,এই দুটি বিষয়ে এইচএসসিতে মানবিকে বেশি ফেল করে। আর সময় যেহেতু কম,সকল বোর্ডের প্রশ্নগুলো করে ফেলুন।এতে টেস্ট পরীক্ষা ও এইচএসসি উভয়টির প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এখন যেহেতু আপনার হাতে সময় কম।তাই আগে যেগুলো পড়েছেন সেগুলোই কয়েকবার করে পড়ুন।আর যদি সিলেবাস অর্ধেকও কমপ্লিট না করে থাকেন তবে এই কদিনেই আপনাকে সব বই সম্পর্কে ধারণা নিতে হবে।এজন্য ইংরেজি আর আইসিটি বেশি করে পড়ুন।বাংলা ২য় পত্রও ভাল করে পড়ুন।বাংলা ১ম পত্রের গদ্য,উপন্যাস ও নাটক কমপক্ষে ১ বার রিডিং পড়ুন এবং পদ্য কমপক্ষে ২ থেকে ৩ বার রিডিং পড়ুন।বাকি যে সময়টুকু পাবেন সেই সময়ে মানবিকের বিষয় চারটি ভালভাবে রিডিং পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ