আমি ইলেক্ট্রিক্যাল এ ডিপ্লোমা করতেছি।আমার DUET পড়ার ইচ্ছে। এখন ডূয়েট পড়ার জন্য ডিপ্লোমা থেকে কত GPA পেলে আমি admission exam দিতে পারব এবং ভর্তি পরিক্ষা কত নাম্বারের হয় ও কত পেলে চান্স পাব?বিস্তারিত বললে আমার উপকার হবে।
Share with your friends
Call

নুন্যতম CGPA পেতে হবে ৩ পয়েন্ট, তাহলে ডুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরের হয়। তবে কত পেলে চাঞ্জ পাবেন তা বলা মুশকিল। এটা নির্ভর করবে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের চাপের উপর, পরীক্ষা কঠিন অথবা সহজ হলেও প্রভাব পড়বে। তবে মোটামুটি ১৮০ থেকে ২২০ হলেই চাঞ্জ পাওয়া সম্ভব। ২০১৬ সালে ইলেক্ট্রিক্যাল এর ভর্তি পরিক্ষা অনেক কঠিন হয়েছিল, সেবার মোটামুটি ১৬০ পেয়েও অনেকে চাঞ্জ পেয়েছিল। প্রয়োজনে মন্তব্য করুন।

Talk Doctor Online in Bissoy App