ইন্টারমিডিয়েট কোর্স দূবছর এবং বাংলা ইংরেজিতে ১ম পত্র ও ২য় পত্র ছাড়াও , গ্রুফ সাবজেটে ও ১ম ও ২য় পত্র আছে। আপনি কোন বিভাগ পড়েন তা বলেন নি তাহলে বিভাগ অনুসারে বিষয় এর নাম দেয়া যেত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কলেজ বলতে যদি এইচ এস সি লেভেল বুঝিয়ে থাকেন তবে, ৩ টা বিষয় বাধ্যতামুলক । ১। বাংলা ১ম ও ২য় পত্র ২। ইংরেজি ১ম ও ২য় পত্র ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর বাকীগুলো গ্রুপ ভিত্তিক । বিজ্ঞানঃ ১। পদাথ ১ম ও ২য় ২। রসায়ন ১ম ও ২য় ৩। জীব ১ম ও ২য় পত্র এবং ১ টি অতিরিক্ত বিষয়ঃ ১ । গনিত অথবা পরিসংখ্যান অথবা কলেজ ভেদে অন্যন্য ঐচ্ছিক বিষয় হতে পারে । অন্যন্য গুপ জানা নেই ! ২ বছরের কোর্স ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কলেজ বলতে ইন্টারমিডিয়েট কোর্স দুই বছরের।তবে বাস্তবে এতে দেড় বছর সময় পাওয়া যায়।এখানে মোট সাতটি বিষয়ে ১৩ টি বই পড়তে হয়।প্রতিটি বিভাগে বাংলা,ইংরেজি ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয় তিনটি বাধ্যতামূলক।এছাড়া বাকি ৪ বিষয় বিভাগ অনুযায়ী নিতে হয়।তারমধ্যে তিনটি বাধ্যতামূলক ও একটি অপশনাল।প্রতিটি বিষয়ের বই দুই পত্রে বিভক্ত শুধু আইসিটি বাদে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ