জেএসসিতে ৪র্থ বিষয় বা ঐচ্ছিক বিষয় নাই। তাই জেএসসিতে A+ পেতে হলে সব কয়টি বিষয়ে A+ পেতে হবে। কোন একটি বিষয়ে A+ মিস হয়ে গেলে রেজাল্ট A+আসবে না।

Talk Doctor Online in Bissoy App

JSC তে A+ পেতে হলে এখন সবগুলো বিষয়ে A+ পেতে হবে। কারণ, এখন ঐচ্ছিক বিষয় নেই। আগে JSC তে ঐচ্ছিক বিষয় ছিল। যার কারণে কোন এক বিষয়ে A+ অথবা A কিংবা B থাকলে এবং ঐচ্ছিক বিষয়ে যথাক্রমে B অথবা A কিংবা A+ থাকলে সর্বোমোট রেজাল্ট A+ আসতো। কিন্তু এখন ঐচ্ছিক বিষয় নেই। উদাহরণ হিসেবে বলা যায় যেমন PSCপরিক্ষায় A+ পেতে হলে সবগুলোতেই A+ পেতে হয়, 2018 সালের JSC পরিক্ষা ঠিক তেমনি। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App