মনে রাখবেন, এই সিংহাসন কিন্তু পৃথিবীতে নেই ।
শেয়ার করুন বন্ধুর সাথে

সিংহাসন সম্পর্কে জানতে হলে বর্ণনাটি দেখুন-

একদা রাতে রাসূলুল্লাহ সা. কা‘বার হাতীমে, অন্য বর্ণনায় নিজ গৃহে (উম্মে হানীর) ঘুমিয়ে ছিলেন। রাতের শেষভাগে জিবরীল আ. আল্লাহর নির্দেশমতে রাসূলুল্লাহ সা.-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে বোরাকের পিঠে আরোহণ করিয়ে বায়তুল্লাহ থেকে বায়তুল মুক্বাদ্দাসে নিয়ে যান। সেখানে পৌঁছে তিনি বোরাকটিকে একটি পাথরের সাথে বেঁধে বায়তুল মুকাদ্দাসে দু’রাক‘আত সালাত আদায় করেন। হুযূর সা. বলেন, সেখান থেকে ঊর্ধ্বলোকে ভ্রমণের জন্য একটি নূরানী বাহন (অর্থাৎ সবুজ রং এর নূরানী সিংহাসন) উপস্থিত করা হয়। তখন আমি তাতে আরোহণ করলাম এবং অতি অল্প সময়ের মধ্যে পাঁচশত বছরের রাস্তা অতিক্রম করলাম। কোন কোন বর্ণনায় আছে ঐ বোরাকের মাধ্যমে জিবরীল আ. তাঁকে মহান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ‘সিদরাতুল মুনতাহা’ পর্যন্ত নিয়ে যান। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ