Call

এটা তখনই হয় যখন তিনটা ভেক্টর এক সমতলে থাকে। অর্থাৎ একই সমতলে থাকলে তাদের দ্বারা কোন আয়তন পাওয়া যাবে না । ঠিক না ? তাই দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি কোন একটি ভেক্টরের ডট গুন করা হয় । তাহলে কোন আয়তন যদি না পাওয়া যায় । তাহলে তিনটা তিনটা ভেক্টর একই সমতলে ছিল।

Talk Doctor Online in Bissoy App