Sim: Gp Windows Xp version আমি যখন pc কিনছিলাম তখন যেই সিম দিয়ে modem connect করছিলাম ঐ সিমটাই শুধু কানেক্ট হচ্ছে । অন্য gp সিম কানেক্ট হচ্ছে না আবার ফোনে সব সিমই নেট চলছে  । মডেমটি জিপি এর । অন্য জিপি সিম কানেক্ট দিলে The sim/usim has not been detected এরকম লেখা আসে । সমস্যাটি কি সিম এর না মডেম এর ? মডেম এর সমস্যা হলে তো কোন সিম চলতো না কিন্তু একটা চলে বাকি 3 টা সিম ট্রাই করলাম চলে না । কোথায় সমস্যা দয়া করে জানাবেন । 
Share with your friends
RyanRyan

Call

আপনি মডেম এর সফটও‌য়‍্যারটা আনইনস্টল করে কম্পিউটার রিবুট করে আবার ইনস্টল করে দেখতে পারেন। ঠিক না হলে অন্য কোনো কম্পিউটারে লাগিয়ে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App