Waruf

Call

বলরেখা কি এটা আগে বুঝতে হবে। যদিও চুম্বক বলরেখা সম্পর্কে  আমাদের দেশের বইগূলোতে তেমন ভাল কিছু নাই। বলরেখাকে এক ধরনের বিকিরন বলা যেতে যা তার শক্তি অনুযায় কোন মাধ্যম ভেদ করে যেতে পারে। চুম্বক বিদ্যা অনুযায়ী এক খন্ড বস্তুর ভেতর ডোমেইন গুলো নির্দিষ্ট বিন্যাস লাভ করে চুম্বক দ্বিপল সৃষ্টি করে তখনি এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বলরেখার উদ্ভব হয়। যা মাধ্যম ছাড়া ভেদ করে যায়। ক্যাপাসিটরের ক্ষেত্রে দুটো পাত অতি কাছাকাছি রাখা হয় এবং মাঝখানে অন্তরক পদার্থ রাখা হয় এই থিউরি মোতাবেক এক শ্রেনীর ক্যাপাসিটর  ডাইইলেক্ট্রিক পদার্থ দিয়া তৈরি করা হয়। যখন ক্যাপাসিটরে সোর্স সংযোগ দিয়া চার্জ করা হয় তখন নেগেটিভ প্রান্তে ইলেক্ট্রন প্রবেশ করে ক্যাপাসিটরের প্লেটে যায় কিন্তু ডাইইলেক্ট্রিক অপরিবাহক বলে অপর প্রান্তে যেতে পারেনা। কিন্তু প্লেট দুটি অতি কাছাকাছি বলে নেগেটিভ প্পেটের ইলেক্ট্রন আধিক্যের জন্য এটি নেগেটিভ চার্জ যুক্ত বস্তুর ন্যায় আচরন করে এবং আবেশ ক্রিয়ায় ডাইইলেক্ট্রিক পদার্থের ভেতর থেকে নেগেটিভ প্লেটের দিকে পজিটিভ চার্জকে আকর্ষন করে। ফলে পোল সৃষ্টি হয়, এমন অবস্থায় বিপরীত পাশে নেগেটিভ চার্জ জমা হয় যার প্রভাবে পজিটিভ প্লেটের ইলেক্ট্রন গুলো সংযোগভ কেবল দিয়া বেরিয়ে এসে বিদ্যুৎ প্রবাহ ঘটায় এবং প্লেটটি পজিটিভ চার্জ প্রাপ্ত হয়ে নেগেটিভ-পজিটিভ পোল যুক্ত ভারসাম্যের সৃষ্টি করে। এভাবে ডাইইলেক্ট্রিক পদার্থ চার্জ পরিবহন না করেও বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। চার্জ জমা হবার প্রভাব টি হচ্ছে আমরা জানি বিপরীত ধর্মী চার্জ চুম্বক বলরেখা তৈরি করে একে অপরকে আকর্ষন করে নিরপেক্ষ হতে চাই।  কোন চার্জ বিচ্ছিন্ন ভাবে থাকতে চাইনা। কারন নেগেটিভ পজিটিভ যুগপৎ অবস্থান করে। কেউ যদি বলতে চাই তাহলে বস্তু খন্ড কেন চার্জ যুক্ত নয়? কারন হচ্ছে মনে করুন দুটো ডোমেইন এজেন্ট অর্থাৎ দুটো নেগেটিভ দুটো পজিটিভ চার্জ। যদি এরা একই সরল বা সমান্তরাল রেখেয় নেগেটিভ দুটি এক পাশে পজিটিভ অন্য পাশে তবে এটি বলরেখা উৎপন্ন করে, যদি এমন হয় যে নেগেটিভ পজেটিভ পজেটিভ নেগেটিভ তাহলে একে বলে যিগয্যাগ বা সাধারন অবস্থান। এখানে একটির প্রভাব অন্যটি দ্বারা নাকোজ হয়ে যায়। তাই প্রভাব সৃষ্টি হয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ