Share with your friends
Call

With clues করার জন্য মূলত গ্রামারের খুব ভালো জ্ঞান থাকলেই হয়। বিশেষ করে Parts of speech জানলে Cloze Test খুবই সহজ।

Parts of Speech জানা থাকলে আপনি সহজেই ড্যাস ফিল করতে পারবেন। ড্যাশে কোন Parts of Speech থাকলে যথার্থ হয় এটা আপনার নিজস্ব থেকে বের করতে হবে। তারপর Clues থেকে উক্ত Parts of Speech এর উপযুক্ত ওয়ার্ডটি ড্যাশে বসাতে হবে। 

Cloze Test এর সহায়ক Parts of Speech কিছু সূত্র হলো-

  • a/an+noun: She is a girl
  • a/an+adjective+noun: She is a good girl
  • a/an+adverb+adjective+noun: She is a very good girl
  • পূর্ণ অর্থ প্রকার পাওয়ার পরও গ্যাপ থাকলে সেখানে adverb হবে। 
  • Preposition এর পরের গ্যাপে noun+ing বসবে। 
  • be verb এর পর গ্যাপ থাকলে এবং গ্যাপের পর prepositional phrase থাকলে noun বসবে। 
Without clues এ ব্যাপারটা একটু কঠিন। তবে একইভাবে কোন Parts of Speech বসবে সেটা জেনে প্রেক্ষাপট অনুসারে একটি ওয়ার্ড নির্বাচন করুন। প্রথমে যে ওয়ার্ড দিবেন আগামীতে সেই অনুযায়ীই এগোবেন। 
Talk Doctor Online in Bissoy App