ম্যাটস পাস করার পর bsc in biichemistry করলে কেমন হবে এর মান কি রকম চাকুরির সুযোগ আছে কি ।ম্যাটস পাস করে তো কিছু করতে পারছি না এখন কি bsc in biochemistry করলে কিছু হবে দয়া করে জানাবেন?
Share with your friends

বায়োকেমিস্ট্রি অত্যন্ত ভালো সাবজেক্ট। একজন বায়োকেমিস্ট এর সম্মান ডাক্তার ও সাইন্টিস্টদের মতো। যদি আপনি ভালো রেজাল্ট করেন এবং যোগ্যতা অর্জন করেন তবে অবশ্যই  ভালো চাকরি পাবেন। কিন্তু বেতন ম্যাটস এ বেশী। আপনি বিডিজবস এবং অন্যান্য ওয়েবসাইটে চাকরি খুজুন। প্রয়োজনে অনলাইনে বিদেশে চাকরি খুজে তারপর  সেইখানে চলে যান। প্রয়োজন হলে চাকরি পেটে আমার হেল্প নিতে পারেন।  

Talk Doctor Online in Bissoy App