১-ইতিহাস।২-ইসলালামের ইতিহাস ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় আমাকে ফাস্ট চয়েজই দিয়েছে। এখন আমি চাই ইতিহাসের পরিবর্তে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে। এটা কি পারা যাবে? যদি পারা যায় তবে কীভাবে আমাকে এগুতে হতে? একটু পরামর্শ দিয়ে কৃতজ্ঞ হন।
শেয়ার করুন বন্ধুর সাথে

না, আপনি এখন ইতিহাসের পরিবর্তে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারবেন না। যেহেতু সাবজেক্ট চয়েজ তালিকার ১নং সাবজেক্ট "ইতিহাস" পেয়েছেন সেহেতু এখন আপনি সাবজেক্ট চয়েজ তালিকার ২ নং সাবজেক্ট "ইসলামের ইতিহাস ও সংস্কৃতি" নিতে পারবেন না। আপনি যদি চয়েজ তালিকার ২ নং সাবজেক্ট "ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পেতেন,তাহলে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যামে ১ নং সাবজেক্ট "ইতিহাস" পাওয়ার একটা সুযোগ ছিল। কারণ মাইগ্রেশন প্রক্রিয়ায় সাবজেক্ট চয়েজ তালিকার নিচের দিক থেকে উপরের দিকে মাইগ্রেশন করা যায় কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে মাইগ্রেশন করা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ