আগে বেশিরভাগ আইফোন বিক্রি হত কোন অপারেটরের মাধ্যমে। যে অপারেটর থেকে আইফোন বিক্রি হত তারা আইফোনকে নেটওয়ার্ক লক করে রাখত। যার ফলে শুধুমাত্র তাদের অপারেটরের সিম আইফোনে চলত। কিন্তু এখন সেই আইফোন গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে পে করে বা যে অপারেটর তাদের মাধ্যমে ফ্যাক্টরি আনলক করা যায়। এখন অবশ্য সরাসরি অ্যাপেল থেকে ফ্যাক্টরি আনলক আইফোন কেনা যায়।

একবার কোন আইফোনকে ফ্যাক্টরি আনলক করে নিলে তা আর কোন দিন নেটওয়ার্ক লক হবে না। ফ্যাক্টরি আনলক ছাড়াও জেইলব্রেক করে Cydia থেকে Ultrasn0w দিয়ে এবং Gevey SIM জাতীয় সিম দিয়েও আইফোন নেটওয়ার্ক আনলক করা যায়। তবে ফ্যাক্টরি আনলক ছাড়া অন্য নেটওয়ার্ক আনলক গুলো আইফোনের সফটওয়্যার ভার্সনের উপর নির্ভর করে। এইসব নেটওয়ার্ক আনলক থাকার সময় যদি সফটওয়্যার ভার্সন আপডেট দেন তাহলে আপনার আইফোন আবার নেটওয়ার্ক লক হয়ে যাবে। তাই সফটওয়্যার আপডেট দেয়ার আগে জেনে নিন আপনার আইফোনটিতে কোন ধরনের নেটওয়ার্ক আনলক আছে। যদি ফ্যাক্টরি আনলক ছাড়া অন্য নেটওয়ার্ক আনলক থাকে তাহলে সফটওয়্যার আপডেট দিবেন না।

Talk Doctor Online in Bissoy App