আচ্ছা আমার একটা চার্জার ফ্যানে দুইটা ৬ ভোল্ট ৪.৫ এম্প‌িয়ারের ব্যাটার‌ি প্যারালাল সংয‌োগে‌ আছে ।ফ্যানটা ফুল চার্জ থাকল‌ে ৪ ঘন্টা একটানা চল‌ে ।আম‌ি যদ‌ি আরও ২ টা ৬ ভ‌োল্ট ৪.৫ এম্প‌িয়ারের ব্যাটর‌ি এইদুইটার সাথ‌ে প্যারালাল সংয‌োগ দ‌িই অর্থাৎ ৪ টা ব্যটার‌ি প্যারালাল সংয‌োগ হয় ফ্যানটা ক‌ি চলব‌ে যেহ‌তেু ভ‌োল্ট ৬ ই আছ‌ে শুধু এম্প‌িয়ার য‌োগ হয়‌ে ১৮ হয়‌েছে ।তাহল‌ে কি‌ ফ্যানটা আগের চে‌য়ে দ্বিগুন সময় বে‌শি চলব‌ে কেননা এম্প‌য়িার দ্বিগুন বেড়ে‌ছে ।তাহ‌লে এই ৪ টা ব্যাটার‌ি প্যারালাল সং‌যোগকে কত ভোল্ট কত এম্প‌িয়ারের চার্জার দ‌ি‌য়ে চার্জ দেওয়া উচিত ?
শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ করতে পারেন। আগের চার্জার দিয়েই চার্জ করতে পারবেন এতে সময়টা ডাবল নেবে। কোনো সমস্যা হওয়ার কথা না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ