"পাহার সাগর নদী যদি কোন দিন থমকে দাঁড়ায় কি বা ভেঙে যায় কভু আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু।" মুহিব খানের এই কবিতাটি পূর্ণ করে দিয়ে শাহায্য করুন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহ আমার প্রভু


-মুহিব খান


চন্দ্র-সূর্য সপ্ত আকাশ, পাহাড় সাগর নদী
যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি
আমার ঈমান তিল পরিমাণ মলিন হবে না তবু
আমার জবান গেয়ে যাবে গান,
আল্লাহ আমার প্রভূ ।

অগ্নিগিরির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্ত
গর্দানে উঠে খোলা তলোয়ার নির্মম তেজোদীপ্ত,
মরু ঝন্জায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু
আমার জবান গেয়ে যাবে গান
আল্লাহ আমার প্রভূ ।

যদি বা হারাই স্বর্গের সুখ , দুখের সাগরে ভাসি
হাসিমুখে প্রাণ দেবো কোরবান , কন্ঠে জড়াবো ফাঁসি
বাতিলের কাছে অবনত শির হবে না আমার কভু
আমার জবান গেয়ে যাবে গান
আল্লাহ আমার প্রভূ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ