আমাদের শারিরীক উচ্চতা সবার এক নয়।কিন্তু যোগ্যতা হয়ত কারো থেকে কম নাও হতে পারে।কিন্তু প্রশাসনিক বিভাগ গুলোতে আবেদনের পুর্বেই শর্ত জুড়ে দেয় যে যোগ্যতা পাঁচ ফুট ছয়/চার হতে হবে।এটা কেমন নিতী? আমার উচ্চতা পাঁচ ফুট। আর আমি প্রশাসনে চাকরি করে ন্যায় ভাবে মানুষের সেবা করতে চাই।তাই এমন কোন প্রশানে আমি চাকরি করতে পারবো। একটু জানান।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ৫ ফুট উচ্ছতায় কোন প্রশাসনিক চাকুরি পাবেন না কারন সেনবাহীনি, পুলিশ, বিজিবিতে ইত্যাদিতে ৫ফুট ৬ ইঞ্চি এবং নৌসেনায় ৫ ফুট ৪ ইঞ্চিতেও লোক নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ