এটা সঠিক ভাবে কেউ বলতে পারবে না । এটা নির্ভর করে আপনার অনশীলনের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পিয়ানো বাজানো শিখতে হলে প্রত্যেক কোর্ড সমন্ধে ধারণা থাকা জরুরী কোন টাইপের কোর্ড গুলিতে কি ধরণের সাউন্ট উৎপন্ন হয় সেটা খেয়াল রাখতে হবে। যেমন A4 এর কোর্ড গুলি সাধারণত মধ্যম ধরণের শব্দ তৈরী করে আবার G৩ বা G4 কর্ড গুলি কিছুটা চিকন। এভাবে সকল কোর্ড সমন্ধে সম্যক ধারণা নিন তারপর বিভিন্ন গানের বাজনা কোর্ড গুলো মুখস্ত করে প্রাকটিস করুন এভাবে হাতের স্পিড বাড়ান। তাহলেই দ্রুত পিয়ানো শিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ