আমার বিষয় বাংলা ১ম ও ২য়, ইংরেজি ১ম ও ২য়, গণিত, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, তথ্য, ধর্ম ও বিজ্ঞান !
Share with your friends

প্রথমেই যে বিষয়টা বিশেষভাবে ললক্ষণীয়, ভালো ফলাফল অর্জনে পরীক্ষার প্রস্তুতির সময় বেশি নেই। আপনি প্রথমেই দেখুন, পরীক্ষার কত দিন বাকি আছে (মডেল টেস্ট, ঈদের ছুটির সময়গুলো বাদে)। যত দিন আছে, ততদিনকে আপনার মোট সাবজেক্ট দিয়ে ভাগ করে দেখুন প্রতিটা সাবজেক্ট কত দিন সময় পাবেন। এতে করে মোটামুটি ধারণা পাবে যে, আপনাকে কতটুকু পড়তে হবে। কারণ সবার মেধাশক্তি এক নয়।আপনি যদি নিয়মিত কম কম করেও পরে যান, তাহলে দেখবেন সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু পড়া জমিয়ে রাখলে, কিছুদিন পর চোখে অন্ধকার দেখবেন। আরেকটা কথা, ইন্টারনেট থেকে দূরে থাকা সম্ভব নয়, তাই একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করুন, কখন ইন্টারনেট চালাবেন।  মোবাইল থেকে যদ দূরে থাকবেন,  পড়ালেখা খুব ভাল করতে পারবেন। একদিন রাত্র ১ টা পর্যন্ত, অন্যদিক ১০ টা পর্যন্ত এভাবে পড়লে ঠিকমতো সিলেবাস আগানো ও মনোযোগ বসানো যায়। আমি বলব, ভালো রেজাল্ট পেতে হলে প্রয়োজন "নিয়মাবর্তিতা"

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই ভালো ফলের জন্য শিক্ষকের পরামর্শ নেয়া দরকার পাশাপাশি আপনার বিষয়গুলোর রুটিন করে নিতে হবে..

Talk Doctor Online in Bissoy App
Call

SSc তে এ প্লাস পেতে গেলে পড়াশুনার কোনো বিকল্প নেই।কোনো শর্টকাট রাস্তাও নেই।তবে পরিকল্পনামাফিক রিভাইজ ও বেশী করে লিখবেন। ইংরেজী গনিত ভাল করে অনুশীলন করবেন।তাহলে এ প্লাস পাবেন ইনশাআল্লাহ।

Talk Doctor Online in Bissoy App