aktohin

Call

দুটি তার দুটিতে একই ধরনের বৈদ্যুতিক চার্জযুক্ত প্রবাহ চালনা করা হয়, তাহলে আকর্ষণ না হয়ে বিকর্ষণ হবে।

ধরি, চার্জের প্রকৃতি ভিন্ন, তাহলে আকর্ষণ বলের মান নির্ভর করবে 

  • তার দুটির চার্জের পরিমাণের উপর;
  • তার দুটির দুরত্বের উপর; এবং
  • এদের মধ্যবর্তী মাধ্যমের উপর।

যদি তার দুটির চার্জের পরিমান q1 এবং q2 হয়, তাদের মধ্যবর্তী দুরত্ব যদি d হয়, তবে এদের পরস্পরের আকর্ষণ বলের মান হবে, F=C(q1q2/d^2)

এখানে, C হলো তার দুটির মধ্যবর্তী উপাদানের মাধ্যমাংক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ