রসায়ন কি? গৃহস্থালির রসায়ন বলতে কি বুঝায়?বেকিং পাউডার কি? সিরকা এবং ভিনেগার কি একই? সিরকা কাকে বলে?পরিস্কার পরিছিন্নতায় রসায়নের ভূমিকা কিরূপ বর্ননা সহ বলবেন!
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া,আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। যে রসায়ন গৃহের বিভিন্ন কাজে ব্যবহার হয় তাকে সাধারণত গৃহস্থালির রসায়ন বলা যাবে।যেমন : টুথপেস্ট, সিরকা বা ভিনেগার,লেবুর রস ইত্যাদি গৃহস্থালির রসায়নের অন্তর্ভুক্ত। সিরকা এবং ভিনেগার একই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ