Apk editor দিয়ে যদি কোন সফটওয়্যার কে এডিট করে সেটাতে admob এর ad লাগাই তাহলে এডসেন্স এর কোন সমস্যা হবে কিনা ? বলতে চাচ্ছি ইনকামের অথবা adsense account এর সাসপেন্ড হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা অথবা এটা কি তাদের নিয়ম বহির্ভূত ? অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছি।
Share with your friends
Imran Hasan

Call
সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব কম আর হা আপ্প টা কে পুল পরির্বতন করে দিবেন ফেসবুকে আমি
Talk Doctor Online in Bissoy App

জ্বী সমস্যা হবে। আপনি শুধু কোড গুলো পরিবর্তন করছেন। কিন্তু আরো অনেক কোড থাকে যেগুলো পরিবর্তন করা যায় না। যেমন গুগল প্লে এপ কোড। তাছাড়া আপনি প্যাকেজ নাম ও পরিবর্তন করতে পারবেন না। পারলেও অনেক কষ্ট হবে। কারণ প্যাকেজ নেম ভেতর থেকে খুজে খুজে পরিবর্তন করতে হয়। তাই Apk Editor দিয়ে এডিট করে নিজের কোড বসিয়ে ইনকাম করাটা সবচেয়ে বড় বোকামি। হয়তো 2-3 দিন এপ চালাতে পারবেন কিন্তু তার পরেই গুগল তা ধরতে পারবে এবং আপনার Admob একাউন্ট ডিসেবল করে দিবে। কারণ আমার ও এইভাবে একটা Admob একাউন্ট নষ্ট হইছে। যদি প্রফেশনালি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে হাই কোয়ালিটি সম্পন্ন এপ তৈরি করে প্লে স্টোরে আপলোড করুন। না এতে থাকবে ডিসেবল হওয়ার ভয় আর না থাকবে Invaild Click এর ভয়। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App