আমি জেএসসি, এসএসসিতে এ প্লাস পাওয়া ছাত্র।।। কিন্তু দুরভাগ্যবশত এই বছর প্রস্তুতি ভাল না হওয়ায় পদার্থবিজ্ঞানে ফেল করেসি।। । এখন আগামি বছর সব বিষয়ে পরিক্ষা দিব।।। কিন্তু অনেকে বলে অনিয়মিতদের খাতায় কম মার্ক দেওয়া হয়।।  A+ পাওয়া নাকি সম্ভব না।।।। আমার প্রশ্ন হল, "*আমি যদি খুব  বেশি পরিশ্রম করে পড়ালেখা করি,তাহলে কি  A+ পারি?"," এইরকম কেউ পেয়েছে??" দয়া করে সত্যটা বলবেন,প্লিজ.
Share with your friends

হ্যা আগামী বছরের প্রস্তুতি নিয়ে আপনি যদি ভালোভাবে পড়াশুনা করেন তাহলে A+ পাওয়া সম্ভব।সবসময় একটা কথা মনে রাখবেন ভালোভাবে চেষ্টা করলে কোন কাজই অসম্ভব নয়।আপনি যদি মন দিয়ে পড়াশুনা করেন তাহলে জেএসসি ও এসএসসি এর মতো আপনি এইচএসসি তেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন অর্থাৎ আবারো A+ পেতে পারেন।এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করে পড়াশুনা করতে হবে।এখন থেকেই আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে পড়াশুনা করেন,আশাকরি তাহলে আপনি আগামী বছর A+ পাবেন ইনশাআল্লাহ্‌।

Talk Doctor Online in Bissoy App
SKSK

Call

চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন. কে কি বললো সেদিকে কান দেয়ার দরকার নেই.

Talk Doctor Online in Bissoy App