জানা থাকলে বলুন....
শেয়ার করুন বন্ধুর সাথে

তাকে বেশি ভালোবাসা দেখাতে যাবেন না। তাহলে সে উল্টো আপনাকে বেশি ভালোবাসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আপনি তার সাথে মজার মজার গল্প করবেন, যাতে সে খুশি হয়, কারন কথায় মায়া বাড়ে আর মায়া বাড়লে ভালোবাসাও বেড়ে যাবে। একজন স্বামী স্ত্রীর প্রতি যেরুপ দায়িত্ব নিয়ে কথা বলে সেরুপ কথা বলবেন। **আর ভালোবাসায় দুষ্টুমি/অভিমান ইত্যাদি ভালবাসার গভীরতা বৃদ্ধি করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি তাকে কতটা ভালোবাসেন তা কথায় প্রকাশ করার চেয়ে কাজে-কর্মে, ভাব-ভঙ্গিতে প্রকাশ করুন। এতেই কাজ কাজ হবে। কারন আপনার মুখের মিষ্টি কথা তার ভাবনায় সারাদিন থাকবে না, কিন্তু আপনি তার জন্য যা কিছু করবেন সে সারাজিবন মনে রাখবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে তা হলো ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস, সেক্রিফাইজের মনোভাব আর শ্রদ্ধা। আবার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমাদের ভাবতে হবে আসলে ব্রেকাপটা কেনো হয়? ব্রেকাপ হওয়ার সবচেয়ে বড় কারণ "সব সময় কথা বলা"। এই সব সময় কথা বলতে বলতে যখন বলার আর কিছুই থাকেনা তখন সামান্য ফালতু টপিক কে কার ছবিতে লাভ দিলো কমেন্ট করলো এসব নিয়েও ঝগড়া হয়! আগেকার দিনের ভালোবাসা গুলাই এজন্য ভালো ছিলো! কথা বলার সুযোগ কম থাকতো বলেই তাদের অনেক কথা জমে থাকতো! তাই কথা হলে আজাইরা ঝগড়া বাদ দিয়ে তারা কাজের কথা বলতো। আপনি সারাদিন ফ্রি থাকলেই যে সারাদিন কথা বলতে হবে তা না! কম কথা বলুন! মিস করুন! তাকেও মিস করতে দিন। এইভাবে ভালোবাসাটা বাড়ে। একটা মানুষের সাথে প্রতিদিন কয়েকঘন্টা করে একমাস কথা বললে তার সম্পর্কে যা যা জানা দরকার এবং সে যা যা জানাতে ইচ্ছুক সব জানা হয়ে যায়। তবুও মাসের পর মাস বছরের পর বছর এত কথা কি বলে? যারা বেশি কথা বলে তাদের মধ্যেই বেশি আজাইরা কথা,ঝগড়া হয়। সম্পর্কে দুষ্টুমিষ্টি রাগ ভালো,এতে ভালোবাসা বাড়ে! তবে অতিরিক্ত না, এতে ভালোবাসা পেইন লাগতে শুরু করে! কথা কম বললে সেই অতিরিক্ত কিছু করার সুযোগটা আর থাকেনা। আশাকরি কথাগুলো বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ