কনডম ব্যবহারের সঠিক নিয়ম কি যাতে কোনো ক্ষতি করে না? আর কম দামে কোন কনডম ভালো কম দামে প্রতিদিন ব্যবহারের জন্য?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি প্যাকেট থেকে সাবধানতা অবলম্বন করে কনডম বের করবেন । খেয়াল রাখবেন প্যাকেট থেকে কনডম বের করার সময় প্যাকেটটি ছিড়তে বা কাটতে গিয়ে কনডমের কোথাও ফুটো বা ছিদ্র যেন না হয় । আপনার যৌনাঙ্গে যখন কনডম সেট করবেন তখন ভালোভাবে দেখে নিবেন কনডমে কোন ছিদ্র বা ফুটো আছে নাকি । নিশ্চিত হওয়ার পর কনডমের আগাতে নখ দিয়ে চেপে ধরুন যেন কোনো হাওয়া না থাকে । তারপর ভালোভাবে কনডমটি আপনার যৌনাঙ্গে সেট করে নিন । এবং নখ দিয়ে চেপে রাখা যায়গাটুকু ফাকা রাখুন যেন সেখানে পর্যাপ্ত পরিমানে বীর্য জমা হতে পারে । কারণঃ অনেক সময় বীর্যের পরিমান বেশি হওয়ার কারনে কনডম ফেটে গিয়ে অঘটন ঘটতে পারে । এভাবে সতর্কতা অবলম্বন করলে কোনো ঝুকি বা ভয় থাকবে না । আর হ্যা আপনি আপনার নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে বিনামুল্যে নিরাপদ কনডম নিতে পারবেন । যদি গ্রামে এরকম ক্লিনিক না থাকে তাহলে দোকান বা ডাক্তারের কাছ থেকে কিনে নিবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SINAYEEM

Call

কন্ডম এর প্যাকেট  এ লিখা আছে কিভাবে ব্যবহার করতে হয় ৷ তম দামের মধ্যে পেন্থার ডটেক্স কন্ডম টি ভালো ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ