এইচএসসির প্রশ্ন কঠিন ভাবে করা হয়। তাই যেকোনো অধ্যায় ভালো করে না পড়লে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যায়।পদার্থ বিজ্ঞানে ভেক্টর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারন অধিকাংশ পরীক্ষাতে ভেক্টর অধ্যায় থেকে প্রশ্ন করা হয়। আপনার যদি উচ্চতর গনিত থেকে থাকে তাহলে উচ্চতর গনিত পত্রের ভেক্টর অধ্যায় ভালো করে পড়বেন। কারন উচ্চতর গনিতের অধ্যায় যদি ভালো করে পড়তে পারেন তাহলে পদার্থ বিজ্ঞানের ভেক্টর অধ্যায় আপনার জন্য সহজ হবে। ভেক্টর অধ্যায়ের অংক করার পাশাপাশি ভেক্টরের বিভিন্ন সঙ্গা ভালো করে মুখস্থ করবেন। তারপর স্কেলার গুনন, ভেক্টর গুনন, ভেক্টরের বিভাজন,ভেক্টর অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল ইত্যাদি টপিকস গুলো ভালো করে পড়বেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা বোর্ডের বিভিন্ন সালের প্রশ্ন দেখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিচের ভিডিওটি দেখতে পারো, এতে খুব সহজেই ভেক্টর এর ব্যাখা দেয়া আছে, এবং এর মাধ্যমে এইচ এসসি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যেকোন প্রশ্নের উত্তর দিতে পারবে।

https://www.youtube.com/watch?v=MYt6P5eomRw
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ