অনেক দিনের স্বপ্ন একটি বাড়ি করার।ফাউন্ডেশন হবে ২তলা, এখন নীচতলা কমপ্লিট করব, বাকিটা পরে করব। খরচটা কেমন হবে আইডিয়া দিলে অনেক উপকৃত হব। ৪টি রুম ও ২টি বাথরুম, বেলকুনি হবে ২দিকে,  গ্রামের বাড়ি হবে।   উত্তরদাতাকে অগ্রিম ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বর্তমান হিসাবে প্রায় ৫.৭০ লক্ষ টাকা লাগতে পারে. তবে ৬ লক্ষ টাকা হাতে রাখলে ভালো হয়.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেহুতু ২তলা কিন্তু প্রথম তলা করবেন না মানে ২তলার কাজ আগে করতে চান তাই তো  ??


সুতরাং :-

বাড়ি যদি কলম দিয়ে করতে চান তবে

***           "৪টা রুম+২টা বাথরুম+২টা বেলকুনি আর পুরো বাড়ির মেইন গেট & সিড়ি সহ সিড়ি রুম " হবে - সবমিলিয়ে আপনার পুরো ২তলা কমপ্লিট With ভিতর ও বাহির প্লাষ্টার হতে প্রায় মিনিমাম ৭ থেকে সাড়ে ৭লক্ষ্য টাকা লাগতে পারে আর এর সাথে মিস্ত্রি+ইন্জিনিয়ার এর খরচ যোগ করলে আপনার প্রায় "৮লক্ষ ৩০/৫০ হাজার টাকা লাগবে  !!! 



বিদ্রঃ সম্পুর্নটাই নিজের জ্ঞানে বললাম কারন আমার বাবা একজন ইন্জিনিয়ার  !! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ