Untile

Call

আমার মতে আপনি যে কাজটি করতে বেশি ভালোবাসেন সেটিই করুন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NadimMhamud

Call

অাপনি যদি বেশি ভালো ছাএ না হন,  তাহলে JSC দিয়ে পাস করে ভোকেশনাল এ ভর্তি হয়ে যান । তার ের সহাজে SSC ভালো রেজাল্ট করতে পারবেন । এবং মেরিন, ভালো ডিপল্লোমাতে চান্স পাইবেন। অামি মনে করি এটা ভালো।  অারর সাইন্স এ পরলে তো কোনো  কথাই নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার রেজাল্ট, ইচ্ছা, যোগ্যতা, সক্ষমতা সার্বিক বিচারে ভবিষ্যতের পেশা নির্বাচন করা উচিৎ হবে।  আপনার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা অথচ বুয়েট-কুয়েটে পড়ার যোগ্যতা নেই, তাহলে হবে না। তাই ইচ্ছার পাশাপাশি যোগ্যতাও বিচারে রাখতে হবে।  আর ইচ্ছা থাকার পর আপনার কাছে এখনো যোগ্যতা অর্জনের সুযোগ আছে। তাই আপনি চাইলে এখন যেকোনো পেশাকে অর্জনের ইচ্ছা করতে পারেন। কিন্তু যোগ্যতা অর্জনের আত্মবিশ্বাস থাকাটাও জরূরী।  নিজে সিদ্ধান্তহীনতায় ভুগলে বাবা-মা এবং শিক্ষকের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ