Share with your friends
simpleboy

Call

এটির কারণ Candida Albicans, এই ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাকলোব্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে।  কিন্তু এন্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্থ থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, ফলে ঈস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়।


উপসর্গ :


- যোনি পথ দিয়ে ঘন, সাদা তরলের নির্গমন হয়।


- চুলকানি, ব্যথা ও প্রদাহ হয়।


- যৌন মিলনের সময় ব্যথ্যা হয়।


Fluconazole জাতীয় ঔষধ খেতে হয়

ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

Talk Doctor Online in Bissoy App