আমি একজনকে খুব পছন্দ করি কিন্তু তাকে কিছু বলতে পারি না। আমি চিন্তা করেছি চিঠি পাঠাব, তাই চিঠিতে কেমন কথা লেখলে কার্যকর ও Perfect হবে....??
Share with your friends
Call
চিঠি হতে হবে নিচের মতো-
  • লেটারে থাকবে আনন্দ।
  • দূখঃ কষ্ট।
  • মজা / কৌতুক।
  • ছায়া ছবির অংশ বিশেষ।
  • ক্লাস নিয়ে / পড়া নিয়ে প্রশ্ন।
  • আপনার মনের সকল কথা খুলে বলবেন।
এখানে ক্লাস নিয়ে প্রশ্ন দিলাম কারণ সে যদি আপনার ক্লাস নিয়ে প্রশ্নের উত্তর দেয়। তবে সে খুশি হয়েছে।
Talk Doctor Online in Bissoy App