Unknown

Call

দুইটি রাশি যদি এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের একটির বৃদ্ধির কারনে আরেকটি বৃদ্ধি পায় এবং একটি হ্রাসের কারনে অপরটি হ্রাস পায়, তাহলে তাদেরকে পরস্পরের সমানুপাতিক বলে।


এর উলটো পরিস্থিতি, অর্থাৎ একটির বৃদ্ধি হলে অপরটি হ্রাস পায় এমন সম্পর্ককে ব্যস্তানুপাতিক বলে।


 সমানুপাতিক লেখার নিয়ম 

x ∝ y

ব্যস্তানুপাতিক লেখার নিয়ম

x ∝ 1/y

Talk Doctor Online in Bissoy App

ধরেন,  p  সমানুপাতিক q তাহলে এখানে p এর মান বাড়ালে q এর মান একই হারে বাড়বে। যেমন:p এর মান দ্বিগুণ  বাড়ালে q এর মান দ্বিগন বাড়বে।  p ব্যস্তানুপাতিক q হলে, তাহলে এখানে p এর মান বাড়ালে q এর মান একই হারে কমবে। যেমন:p এর মান দ্বিগুণ  বাড়ালে q এর মান ১/২ কমবে।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

সহজ কথায় সমানুপাতিক বলতে সমান ও ব্যস্তানুপাতিক বলে এর বিপরীত/বেশি ইত্যাদি

Talk Doctor Online in Bissoy App

সমানুপাতিক বলতে সমান ও ব্যস্তানুপাতিক বলতে অসমান।।।।।।।।।।।

Talk Doctor Online in Bissoy App