আমার বয়স ১৮ আমার ওজন ৪৫ কেজি আমার প্রচন্ড জ্বর সর্দি এবং শুকনা কাশি আমাদের এলাকার এক ডাক্তার আমায় এজিথ্রোমাইসিন ৫০০ দিয়েছে প্রতিদিন রাতে,একটা করে ৫ দিন আমার কি এটি খাওয়া উচিৎ।  আর হ্যা একটা ইঞ্জেকশান ও করেছিল এখন একটু কম কম লাগছে দয়া করে এখন কি করা উচিৎ  বলেন image


শেয়ার করুন বন্ধুর সাথে
almasali

Call

আপনি ৫ দিন খান।সর্দি কাশি,টাইফয়েড, টনসিল, সহ নানাবিদ অসুখে ব্যবহৃত হয় এই এন্টিবায়োটিক। এর ক্ষতিকর দিক ও কম নয়। খাওয়া দাওয়া অরুচি ,চোখ মুখ বসে যাওয়া, ঘুম কম হওয়া,কিডনি, লিভার বিকল সহ অনেক সমস্যা হতে পারে।মাত্রা মত খেলে কিছু হবেনা।৫ টার বেশি খাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ