ICT-এর রিটেনে 50-এর মধ্যে 16-তে পাশ এবং MCQ-তে 25-এর মধ্যে 8-এ পাশ(মোট পাশ নম্বর 24)।প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে নইলে ফেল বলে গন্য হবে।আমার ফোকাশ হল এখানে-কেউ যদি MCQ-তে 5 পায় এবং রিটেনে 19 তাহলে কিন্তু সে 24 পেয়ে যাচ্ছে।কিন্তু তবুও ফেল বলে গন্য হবে।MCQ OMR পত্র দেখা হয় কম্পিউটার দ্বারা। আমি শুনেছি পরীক্ষক অনুগ্রহ করে মাত্র তিন নম্বরের জন্য ফেল না করিয়ে পাশ করিয়ে দিবেন কারণ MCQ-এ তিন নম্বর কমে গেলেও রিটেনে তিন নম্বর বেশি আছে।উপরিউক্ত আলোচনাগুলি কতটুকু সত্য দয়া করে কেউ বলেন।
Share with your friends

হ্যাঁ ভাই উপরের আলোচনার সবগুলোই সত্যি।

Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

আসলে এখন MCQ যন্ত্র দ্বারা কাটা হয় তাই সেখানে দয়ার/অনুগ্রহের বিষয় আসবে না যদি এটা লিখিত পরিক্ষা হতো তাহলে হয়তো চাইলেই পরিক্ষক 1/2 মার্ক দিতে পারত কিন্তু এখন MCQ এ চান্স নাই।

Talk Doctor Online in Bissoy App
Call

ভাই আপনি যতটুকু শুনেছেন তার পুরোটাইভুল। কারণ MCQ তে সর্বনিম্ন ৮ পেতে হয়। এর থেকে যথি ১টাও কম হয়ে যায় তবে তাকে আর পাশ করিয়ে দেওয়া হয়না।

Talk Doctor Online in Bissoy App