Call

এখন ৩৯ তম বিসিএস এর প্রস্তুতি চলছে। আমার নিজের অভিজ্ঞা থেকে বলছি বিসিএস এর প্রশ্নের ধরণক কেমন হয় ঃ বিসিএস মোট ২০০ মার্কের হয়। এবং সব m.c.q হয়। মানবণ্টনঃ ১.বাংলা ভাষা ও সাহিত্য=৩৫ মার্ক। ৩.বাংলাদেশ ও বিষয়াবলী=৩০ মার্ক ২.English Language and Literature=35মার্ক। ৪.আন্তর্জাতিক বিষয়াবলী=২০মার্ক। ৫.ভূগল(বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দূর্যোগ ব্যাবস্থাপনা=১০ ৬.সাধারণ জ্ঞান=১৫ ৭.কম্পিউটার ও তথ্য প্রযুক্তি=১৫ ৮.গাণিতিক যুক্তি=১৫ ৯.মানুষিক দক্ষতা=১৫ ১০.নৈতিকতা,মূল্যবোধ,সুশাসন=১০ তাহলে মোট হল=২০০ মার্ক। এখন আপনাকে প্রস্তুতি নিতে হলে বিগত বছর পরিক্ষা গুলার প্রশ্ন উত্তর গুলা পড়তে হবে ঃপ্রশ্ন ব্যাংক বই টা পড়তে পারেন। নিউজ পেপার পড়তে হবে। মাসিক কারেন্ট টাইমস পড়তে হবে। এবং এক্সট্রা কারিকুলাম বাড়াতে নানা রকম সাধারণ জ্ঞান এর বই পড়তে হবে। বিঃদ্রঃ আমি বিসিএস পরীক্ষা দিয় নাই। তবে বিসিএস পরীক্ষার বই টা পড়ছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ