গর্ববতী হলে কি মাসিক নিয়মিত হতে পারে?পেটে ৫ মাসের বাচ্চা কি এবারসন করা যায়?  
শেয়ার করুন বন্ধুর সাথে

গর্ভবতী হলে মাসিক স্রাব বন্ধ হয়ে যায় ৷ তাই গর্ভের পর মাসিক স্রাব হবার সম্ভাবনা নাই বললেই চলে ৷ তবে গর্ভে কোন সমস্যা হলে (যেমন ইকটোপিক প্রেগন্যানসি এবং এন্ডমেট্রিওসিস ) মাসিক স্রাবের মত রক্ত আসতে পারে যেটা নিয়মিত নয় ৷ ১৬ সপ্তাহ বা চার মাস পর্যন্ত এবোর্শন সেভ ৷ এরপর তা খুব ঝুকিপূর্ণ হয়ে যায় ৷ কাজেই ৫ মাস হলে রোগীনীর জন্য বিপদজনক ৷ খুব একান্ত প্রয়োজন না হলে এবর্শন না করাই ভাল ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ZaynMalik

Call

গর্ভবতী অবস্থায় মাসিক হয় না। আপনার জন্য এবশোন করা বিপর্জ্জনক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গর্ভবতী কালিন মাসিক হয় না.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ