মোবাইল দিয়ে microsoft word এর সাহায্যে কোন  documents বানালে এবং সেই documents

computar এ দিয়ে প্রিন্টার এর সাহায্যে প্রিন্ট করলে প্রিন্ট করা লেখায় space (ফাকা জায়গা)আসে না।অথচ আমি মোবাইলে  space(ফাকা জায়গা)দিয়ে ছিলাম।কিন্তু প্রিন্ট  করা কাগজের লেখায় কোন space(স্পেস) আসে নাই।

যেমন:

মোবাইল দিয়ে(microsoft word) এ:আমাদের দেশের নাম বাংলাদেশ।

কপম্পিউটার দিয়ে  প্রিন্ট করারর পর:আমাদেরদেশেরনামবাংলাদেশ।

Plz,,,একটা সমাধান দিন।



Share with your friends
Call

এটা আপনার কম্পিউটারের ফ্রন্টে সমস্যা, আপনি মোবাইলে যেই ফ্রন্ট দ্বারা লিখেন আপনার কম্পিউটারে সেই ফ্রন্ট সাপোর্ট করে না তাই এমন হচ্ছে, কম্পিটারের ফ্রন্ট আপডেট দেন ঠিক হয়ে যাবে। বি:দ্র; ফ্রন্ট আপডেট দেওয়ার জন্য গুগলের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App