Call

মোবাইল নতুন অবস্থায় বেশি চাপাচাপি করবেননা।নতুন অবস্থায় নেট না চালানোই ভালো হবে।ভিডিও বা গান কম শুনবেন ।চেষ্টা করেন যাতে এক চার্জে 4 বা 5 দিন যায়।এক মাস পর থেকে ইচ্ছামত চালালেও সমস্যা হবে না।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার মোবাইলটি থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য বা ব্যাটারি ভালো রাখার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন


  1. কোন কারন ছাড়া মোবাইল বেশীক্ষন টিপাটিপি করবেন না
  2. সবসময় চার্জ অর্ধেক এর বেশী রাখার চেস্টা করুন
  3. ইন্টারনেট বেশীক্ষন চালাবেন না
  4. অডিও ভিডিও গান বেশিক্ষন শুনবেন না
  5. মোবাইল চার্জে বেশিক্ষন রাখবেন না সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা চার্জে রাখবেন ।
Talk Doctor Online in Bissoy App
Porimolray

Call

*ফোন অতিরিক্ত টিপবেন না *আমরা অনেক সময় রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমাই কিন্তু এই ওভার চার্জিং ব্যাটারির ক্ষতি করে *ফোন চার্জ থাকতে চার্জ দিবেন *আমরা মাঝেমাঝেই ফোন বিছানায় ছুড়ে ফেলে রাখি কিন্তু এভাবে না রেখে আস্তে করে রাখাটাই উত্তম *ভেজা হাতে না ধরাই ভালো

Talk Doctor Online in Bissoy App