amirupu

Call

না।এটা অসম্ভব। কারণ মাইটোসিস এ ক্রোমোজোম গুলা একইই থাকে শুধু মাঝ হতে ভাগ হয়। মানে ক্রোমোজোম এর সংখ্যা ঠিক থাকে।তাই এটা অসম্ভব।   আর অপত্য কোষগুলা একই মাতৃকোষ এর মত হবে।

আর ক্যারিওকানেসিস এর বিভাজন তো এমন ভাবেই হয় যে কোন হের ফের থাকে না।
আর ক্রোমোজোম এর সংখ্যা ভিন্ন থাকে না।অপত্য দুটা কোষেরই সমান থাকে।সুতরাং এটা অসম্ভব। তবে ল্যাবে করালে সম্ভব।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাইটোসিস কোষ বিভাজনে সমসংখ্যক সমগুণসম্পন্ন অপত্যকোষের সৃষ্ঠি হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ