Arpon Opu

Call

আপনি প্লে-স্টোরে নানা ধরণের ব্যাটারি সেভিং অ্যাপ্স পাবেন।সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:-ব্যাটারি ডক্টর,ক্লিন মাস্টার সহ আরও অনেক।আপনি চাইলে গুগলের সাহায্য নিয়ে ভালো ব্যাটারি সেভিং অ্যাপ্সের সন্ধান পেতে পারেন।এক্ষেত্রে আমার উপদেশ হলো ,আপনি ফোনের সাথে দেয়া বিল্ট ইন ব্যাটারি সেভার ব্যাবহার করুন।কারণ,অনেক ব্যাটারি সেভার রয়েছে 

যেগুলো ব্যাটারি সেভ না করে উল্টো ফুরিয়ে দেয়।তাই,ব্যাবহার করার আগে একটু সাবধানের সহিত ব্যাবহার করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Anynomous

Call

আপনি Yellow Battery অ্যাপ টি ব্যবহার করতে পারেন। আমিও এটা ব্যবহার করি। আমার মনে হই এটা দারুণ কাজ করে। কারন এটা ব্যবহার শুরু করার পর থেকে আমার ব্যাটারিতে আগের তুলনায় আরো বেশিক্ষন চার্জ থাকে। তাই আপনাকে এটার পরামর্শ দিলাম। আপনি এই অ্যাপ টা ব্যবহার করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই ব্যাটারি সেভার অ্যাপ গুলো কার্যকরি নয় , উল্টে তারাই ফোনে সর্বক্ষণ এক্টিভ থাকে এবং অতিরিক্ত র্যাম-ব্যাটারি খরচ করে । অ্যানড্রয়েড ফোনে এসব না ব্যবহার করাই ভালো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অাপনি greenify অথবা purify ব্যবহার করুন অার মোবাইলের ব্যাটারি সেভার অন করে রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার ফোনে যে ব্যাটারি সেভার আছে সেটি ব্যবহার করা উত্তম। এজন্য আপনি নিচের সেটিং অনুযায়ী যান

Setting >Battery /Battery Manager>Power Saver Mode>ON.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ