ArfanAli

Call
Cl- আয়ন সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে ফলে Cl এর তুলনায় Cl- আয়নের ইলেকট্রন সংখ্যা বেশি হবে। নিউক্লিয়াস ১৭ টি ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে ১৮ টি ইলেকট্রনকে তার চেয়ে কম বলে আকর্ষণ করে। ফলে নিউক্লিয়াস ক্লোরিনের তুলনায় ক্লোরিন আয়নের ইলেকট্রনগুলোকে কম বলে আকর্ষণ করবে। এর ফলে ক্লোরিন যতটুকু সংকুচিত হয় ক্লোরিন আয়ন তার চেয়ে কম সংকুচিত হয়। অর্থাৎ ক্লোরিন আয়নের আকার বৃদ্ধি পায়। এ কারণে Cl এর তুলানায় Cl- আয়নের ব্যাসার্ধ বেশি।
Talk Doctor Online in Bissoy App