মহাকাশে স্যাটেলাইট কিভাবে প্রতিস্থাপন করা হয়?
শেয়ার করুন বন্ধুর সাথে
MontuAli

Call

কোনো বস্তুকে যদি অভিকর্ষের সমান বলে বিপরীত দিকে ঠেলে দেয়া যায়, তবে যেখানে গিয়ে অভিকর্ষ বল নিষ্ক্রিয় হয়ে যাবে,সেখানে বস্তুটি চাঁদের মতো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে।এরজন্য স্যাটেলাইটকে প্রায় 930 কিলোমিটার উঁচুতে পাঠাতে হয়। এই উচ্চতায় তুলে ঘণ্টায় 39 হাজার কিলোমিটার বেগ দিয়ে পৃথিবীর সমান্তরালে ছেড়ে দিলেই এটি ঘুরতে থাকবে।আর মজার ব্যাপার হলো, এই বেগটা এক ধাপে তোলা যায় না। তোলা হয় তিন স্তরে।তিন স্তরে তোলার কারণ হলো প্রথম স্তরে থাকে পৃথিবীর বায়ুমণ্ডল। সেখানে এতো বেগে বায়ুর সাথে ঘর্ষণ হলে আগুন জ্বলে উঠবে এবং স্যাটেলাইট পুড়ে যাবে। এই জন্য বায়ুস্তর অতিক্রম করার পর এই বেগ তোলা হয়। উপগ্রহটি বসানো হয় রকেটের মাথায়। জ্বালানি এবং অন্যান্য যন্ত্রপাতি রকেটের ভিতরে থাকে। রকেটেরও তিনটি স্তর থাকে। নিচু স্তরের রকেটটি অন্য দুটো রকেট এবং স্যাটেলাইট বহন করে খাড়াভাবে 80 কিলোমিটার উপরে উঠে গিয়ে খসে পড়ে। এতে করে বায়ুমণ্ডলের সবচেয়ে ঘনস্তরের সাথে ঘর্ষণ এড়ানো যায়। এরপর দ্বিতীয় রকেটটি ভূস্তরের সাথে 450কোণ করে চলতে থাকে এবং তৃতীয় রকেটটিকে 160 কিলোমিটার উপরে তুলে দেয়। তখন এর বেগ হয় ঘণ্টায় 16 হাজার কিলোমিটার।এসময় দ্বিতীয় রকেটটি খসে পড়ে। তৃতীয় স্তরের রকেটটি ঘণ্টায় 39 হাজার কিলোমিটার বেগ সঞ্চার করে খসে পড়ে এবং উপগ্রহটি 930 কিলোমিটার উপরে উঠে ঘুরতে থাকে।এই উপগ্রহ পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টা।তবে কিছু কিছু স্যাটেলাইট আছে, যাদের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘণ্টা। সেই উপগ্রহকে পৃথিবীর যে স্থান থেকে উেক্ষপণ করা হয়েছে, সেইস্থানেই স্থির থাকতে দেখা যায়। এদেরকে বলে ভূস্থির উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয়, যাতে এর গতির সেন্ট্রিফিউগাল বা বহির্মুখীন শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে - কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে । কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রমণ করে না, তার গতি ডিম্বাকৃতির।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ