amirupu

Call

আপনি কি তাপ সংবেদী ক্যামেরার কথা বলতেছেন। যদি এটা হয়,  কুচকুচে কাল অন্ধকারে  ছবি তুলতে পারে তাপ সংবেদী ক্যামেরা। এর জন্য লক্ষবস্তু হতে হবে কোন প্রাণী।  ১-১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেকোন প্রাণীই এক রকম আলো নির্গত করে। নাম হল ইনফ্রারেড বা অবলোহিত আলো। এই ক্যামেরারর সেন্সর  এই বিকিরণ শনাক্ত করতে পারে। বুঝতে পারে কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসৃত হচ্ছে। এর দ্বারা এটা ছবি তৈরি করে। প্রাপ্ত ছবির লাল ও হলুদ অংশ বেশি তাপমাত্রা নির্দেশ করে।আর সবুজ আর নীল কম তাপমাত্রা নির্দেশ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ