Anynomous

Call

নিজের একটা ওয়েবসাইট খুলার আগে আপনাকে জানতে হবে ওয়েবসাইট খুলার জন্য কি কি দরকার।

  1. একটা ডোমেইন
  2. হোস্টিং
সহজ ভাষায় বলতে গেলে ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের তথ্যা রাখার জন্য জায়গা।

এখন আসুন এগুলো কোথায় পাবেন। আপনি ডট টিকে ওয়েবসাইট থেকে বার মাসের জন্য ফ্রি ডোমেইন নিতে পারবেন। আর আইহোস্ট থেকে ফ্রি হোস্টিং নিতে পারবেন।

এবার আসুন ভিন্ন ভিন্ন দুটি জিনিস একসাথে কিভাবে কাজ করাবেন। অর্থাৎ আপনার ডোমেইন নেমএ প্রবেশ করে আপনার হোস্টিং এ রাখা জিনিস কিভাবে দেখবেন। এক্ষেত্রে আপনি প্রথমে ডোমেইন নেম থেকে নেম সার্ভারে যাবেন আর আপনার হোস্টিং থেকে দেওয়া নেম সার্ভারের এড্রেস লিখে দিবেন। আর আপনার হোস্টিংএর এডন ডোমেইনে গিয়ে আপনার ডোমেইন এড্রেসের নাম লিখে দিবেন। ব্যস আপনার ডোমেইন ও হোস্টিং কানেক্ট হয়ে গেল। এবার আপনার হোস্টিং এর ফাইল মেনেজারে প্রবেশ করে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে গিয়ে আপনার ওয়েবপেজ আপলোড করে দিলেই আপনার ওয়েবসাইট পাবলিশ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি বিনা টাকায় ওয়েবসাইট তৈরি করতে চান তবে ব্লগ একাউন্ট খুলতে পারেন। তবে একটু ভাল মানের ওয়েব চাইলে WAPKA থেকে খোলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ