আমার এক পরিচিত এইবার এস,এস,সি দিয়েছে। কিন্তু তার মায়ের নামটা ভুল এসেছে, আসলে ভুলটা জে,এস,সি থেকেই ছিল। এখন সে চাচ্ছে এইটা ঠিক করতে। এখন এইটা ঠিক করতে কি জে,এস,সির টাও ঠিক করতে হবে নাকি শুধু এস,এস,সির টা ঠিক করা যাবে। অনেকে আবার বলছে যে মায়ের এনআইডি চেঞ্জ করতে, তাহলে সব সমাধান হবে। এখন যদি এনআইডি চেঞ্জ করে তাহলে কি তার নামে থাকা জমির দলিল-টলিল নিয়ে সমস্যা হবে?


* রিসেন্টলি কেউ এইরকম নাম চেঞ্জ করেছেন? কতদিন লেগেছিল? খরচ কেমন হয়েছে?

* এইটা কি তার দেশের বাইরে লেখাপড়া/ভিসা এইগুলাতে কোনো প্রব্লেম করবে?


অগ্রিম ধন্যবাদ!


Share with your friends

সত্য কথা বলতে জেএসির সার্টিফিটেক পরবর্তিতে কোন কাজেই লাগে না ।তবে SSC এর সার্টিফিটেক পরিবর্তন করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার । এ ক্ষেত্রে সাধারনত 3 মাস মত সময় লাগে ।খরচ পরবে 2000 হাজার টাকার মত ।তবে প্রয়োজনীয় ডকুমেন্টস্(যদি না থাকে পত্রিকায় এফিডাবেট বিঙ্গপ্তি) জমা দিতে হবে

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই পরিবর্তন করতে হবে

Talk Doctor Online in Bissoy App