IBS রোগের কোন হোমিও ভালো এবং স্হায়ী চিকিৎসা আছে কী। যদি তাকে নাম বলবেন প্লিজ। জীবনে অনেক চিকিৎসা করেছি কিন্তু ভালো কোন সমাধান পাইনী। পেটের অসুখ, খাবার হজম না হয়ে গ্যাস হওয়া। দুধ, ডিম,তৈলাক্ত খাবার অধিক মালাযুক্ত খাবার তো খেতেই পারি না।আল্লাহ মাফ কর।
Share with your friends

IBS রোগের কোনো ঔষধ এখন আবিস্কৃত হয় নি। যখন পায়খানা কঠিন হয় তখন ডাক্তাররা নরম হওয়ার ঔষধ দেন। আর যখন পাতলা হয় তখন শক্ত হওয়ার ঔষধ দেন। এভাবে চিকিৎসা করে তারা। কিন্তু এ রোগ ভাল হতে সময় নিবে অনেক। হোমিওপ্যাথিতে ছয়মাস থেকে ১বছর ঔষধ খেয়ে যেতে পারলে কিছুটা ফল পাবেন। সবচেয়ে বড় কথা হলো চিন্তা করা যাবেনা এটা নিয়ে। দুধ, শাক সবজি, শিম এ জাতীয় খাবার এড়িয়ে চলুন। ভালো হোমিওপ্যাথের কাছে চিকিৎসা নিন।

Talk Doctor Online in Bissoy App