DU admission এর জন্য গ ইউনিট ব্যবসায় শাখা এবং IBA হলো Institute of business administration । কিন্তু আমি IBA এবং গ ইউনিটের মধ্যে কি পার্থক্য একটু পরিপূর্ণ ধারণা দরকার ।
Share with your friends
Call

মূলত IBA হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সম্পূর্ণ আলাদা একটা ইনস্টিটিউট। কিন্তু এর কার্যক্রম একেবারেই আলাদা। আর এটা হল বাংলাদেশের অন্যতম সেরা এবং চ্যালেঞ্জিং যায়গা। শুধুমাত্র সেরাদের সেরারাই এখানে স্থান পায় (সাধারণত)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বা অন্য কিছুর সাথে এর কোন সম্পৃক্ততা নেই। অন্যদিকে ক খ গ ঘ ইত্যাদি ইউনিটে যেসব Admission Test নেওয়া হয় সেগুলোতে উত্তীর্ণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।  গ ইউনিট আর IBA দুটোই ব্যাবসায় শিক্ষার জন্য। কিন্তু গ ইউনিট এ টিকলে আপনি DU তে ভর্তি হবেন। কিন্তু IBA হল আলাদা ইন্সটিটিউট। আর এতে শুধুই Business এর লাইনের পড়ালেখা। DU এর মত সব বিষয় এটাতে নেই। ব্যাবসায় শিক্ষার জন্য এটা Specialized. আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App