12V (DC) 9AH ব্যটারী দিয়ে যদি 220V (AC) কারেণ্ট উৎপন্ন করি, উৎপন্ন (AC) কারেণ্টের "W" কত?  [গাণিতিক ব্যাখ্যা করে দিতে হবে]
Share with your friends

এসি হোক বা ডিসি হোক পাওয়ার একই থাকবে। এখানে যেহেতু উৎস হিসেবে রয়েছে ব্যাটারি তাই এর পাওয়ার হিসাব করতে হবে। আমরা জানি, P = VI = ১২ × ৯ = ১০৮ W বিঃদ্রঃ DC to AC ইনভার্ট করার সময় কিছুটা পাওয়ার লস হবে পুরোপুরি ১০৮ পাওয়া যাবেনা। 

Talk Doctor Online in Bissoy App