আমি এবার SSC পরিক্ষা দিয়েছি এবং ৪.১৭ পেয়েছি।

কিন্তু আমি এই ফলে সন্তুষ্ট না থাকায় আমি আবার নতুন রেজাল্ট এর জন্য ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছি ২ বিষয়ে।

কিন্তু আমি এখন আরেকটা বিষয়ের জন্য আবেদন করতে চাই।

আমার প্রশ্ন হল যে এখন কি আমি আবার আবেদন করতে পারব?

আর সেই আবেদন এর জন্য আলাদা কোন চার্জ লাগবে?

যদি লাগে ত কত টাকা লাগে.?

আর এই আবেদনের রেজাল্ট প্রকাশ করা হবে কত তারিখে.?


অনুগ্রহ করে যদি কেউ এই প্রশ্ন গুলোর উত্তর দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।


Share with your friends

আপনি আবেদন আবার করে দেখেন হতেও পারে আর অবশ্যই টাকা লাগবে প্রতি sub 125 টাকা ৷ আর ঠিক নাই 20 25 দিনের মধ্যে হয়তো জানতে পারবেন

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি অবশ্যই আবার আবেদন করতে পারবেন যদি আবেদনের সময়সীমা থাকে। আর প্রতিটি আবেদনের জন্য আলাদাভাবে চার্জ কাটা হবে ।প্রতিটি বিষয়ের ও পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।  যে সকল বিষয়ের দুটি পত্র(বাংলা ও ইংরেজি)  রয়েছে সে বিষয়গুলোর জন্য ২৫০ টাকা হারে চার্জ কাটা হবে।  সেক্ষেত্রে বাংলার জন্য বিষয়কোড ১০১ এবং ইংরেজির জন্য বিষয় কোড ১০৭ ব্যবহার করতে হবে। এবং এই বিষয়কোড উভয় পত্রের জন্য প্রযোজ্য ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে যে এরকম করলে ফেইল মানুষও পাশ হয়ে যাবে।।যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন।। এতো লোভ ভালো না।।একবার ভেবে দেখুন.....

Talk Doctor Online in Bissoy App