আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ বিএ/বিএসএস এ ভর্তি হয়েছি।  প্রথম বছর আমাকে তিনটি সাবজেক্ট দেওয়া হয়েছে ( English language skills,সিভিক এডুকেশন, বাংলা ভাষা ১ঃসাহিত্য) এবং আমাকে বলা হয়েছে নেক্সট ইয়ার এ আমার ইচ্ছামতো সাবজেক্ট নিতে পারবো। আমার প্রশ্ন আমি কি কি সাবজেক্ট নিতে পারবো? এবং কোন সাবজেক্ট নিলে আমার কি বই থাকবে?
শেয়ার করুন বন্ধুর সাথে